ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

নান্দাইলে মাথার খুলিবিহীন অজ্ঞাতনামা গলিত লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রাম সংলগ্ন রামপুন্নি বিলের ডোবা থেকে মাথার খুলিবিহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) বেলা ১টার দিকে খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ সুমন মিয়া নামে এক ব্যাক্তির লিজে নেওয়া ডোবা থেকে উক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই ডোবা তথা পুকুরটিতে মাছ ধরার জন্য সেলু মেশিন চালু করতে গিয়ে ডোবায় সেলুর পাইপ স্থাপনকালে কুচুরীপনার সরাতেই গলিত লাশ ভেসে উঠে। পরে বিষয়টি তাৎক্ষনিক নান্দাইল থানা পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো: সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে। এসময় লাশের পড়নে থাকা একটি জিন্সের ফুল প্যান্টের পকেটের ভিতর জুতার গামের কৌটা ও কিছু টাকা পাওয়া যায়। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তির দুই পায়ের হাড় ও বুকের হাড় ছাড়া সমস্ত দেহই পচেঁ গলে গেছে। তবে লাশের মাথার খুলি পাওয়া যায়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার( গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, ডিএনএ টেস্ট এর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরপরই লাশ সনাক্ত করা সম্ভব হবে।