ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নড়াইলে আহত বিএনপি নেতার পাশে আমেরিকা প্রবাসী জহিরুল ইসলাম

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : রবিবার ১৬ এপ্রিল ২০২৩ ০২:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

প্রতিপক্ষের হামলায় আহত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক চন্দ্রপুর গ্রামের শাফায়েত হোসেনের (৪২) পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম।

প্রবাসী জহিরুলের পক্ষ থেকে আজ বেলা ১১টার দিকে আহত বিএনপি নেতার বড় ভাই লায়েক হোসেনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা সৈয়দ ফারুক আশিক, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানসহ অনেকে।

আমেরিকা প্রবাসী শেখ জহিরুল ইসলাম দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উৎসবে গ্রামের বাড়ি কালিয়া উপজেলার পেড়লীতে অসহায় মানুষকে সহযোগিতা করেন বলে জানান এলাকাবাসী।

এদিকে, জেলা বিএনপির পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে আহত বিএনপি নেতা শাফায়েত হোসেনকে।

শাফায়েত হোসেন জানান, প্রায় দুই মাস আগে পুরুলিয়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দু’টি পা অকেজো হয়েছে। #