ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

পঞ্চগড়ে বিক্রি করা জমি পুনরায় দখলের অভিযোগ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০২:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের রহমতপুর হরিপুর এলাকায় আব্বাস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, প্রায় এক বছর আগে আব্বাস আলী রাকিবুল হাসান জনি নামে এক ব্যক্তির কাছে ৩টি সাব কবলা দলিলের মাধ্যমে ৫১ শতক জমি বিক্রি করেন। রাকিবুল হাসান জনি ওই জমিতে গাছ লাগান। তবে গত বছর ৩ সেপ্টেম্বর থেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকায় জনি তার জমির দেখাশোনা করতে পারছিলেন না। এ সুযোগে ২১ সেপ্টেম্বর আব্বাস আলী তার লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করে মহেন্দ্র দিয়ে হালচাষ শুরু করেন এবং সেখানে লাগানো ৮৪টি গাছ কেটে নিয়ে যান। যার মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা। 

রাকিবুল হাসান জনির স্ত্রী ফেন্সি বেগম জানান, তিনি জমিতে গিয়ে আব্বাস আলীকে বাধা দিলে সে এবং তার লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আব্বাস আলীকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রাকিবুল হাসান জনি পূর্বে জমি কিনে সেখানে গাছ লাগিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নেই। তবে আব্বাস আলী তার বিক্রি করা জমি পুনরায় দখল করার জন্য অবৈধভাবে সেখানে হালচাষ করেছে এবং গাছ কেটে নিয়েছে। 

এবিষয়ে বোদা থানার এসআই আব্দুস ছালাম জানান, জমি নিয়ে বিরোধের কারণে তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন এবং আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন।  

এদিকে,আব্বাস আলী দাবি করেছেন যে, আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে হুমকি দিয়ে জমি লিখে নেওয়া হয়েছিল, অথচ সে জমির কোনো মূল্য তাকে দেওয়া হয়নি।