ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

পটুয়াখালী হানাদার মুক্ত দিবস উদযাপন

নিনা আফরিন, পটুয়াখালী | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৪:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে রোববার (৮ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। 

বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা এসএ জকির হিরু, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল মজিদ বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. মফিজুর রহমান খান প্রমূখ।

বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের সনদ বাতিল, ভুয়া সনদে যারা ভাতা নিয়েছেন তাদের টাকা ফেরত প্রদান, যারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহনে সহযোগিতা করেছেন তাদেরও সনদ বাতিল এবং সেই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করার দাবি জানিয়েছেন। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় মুক্তিযোদ্ধাদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/একে