ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামে সালমা বেগম (৩৩) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
শনিবার(৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার সময় মনজুর মোল্যার বাড়ীতে এ ঘটনা ঘটে।
সালমা বেগম উপজেলার লক্ষী নারায়নপুর গ্রামের আঃ হাকিম মোল্যার মেয়ে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের তার স্বামী মনজুর মোল্যার বাড়ীর গোয়ালঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেওয়া এক গৃহবধুর মরদেহ শনিবার রাতেই উদ্ধার করা হয়েছে। মরদেহ রোববার ময়না তদন্ত করার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পিতার পরিবারের কাছে হস্তান্তর করা হবে । তবে প্রকৃত ঘটনা জানা যাবে মরদেহ ময়না তদন্তের পর । তবে বোন আফরোজা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ