ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ০১:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের সদরপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল আলম আশিক মুন্সি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার সময় সদরপুর বাজার এলাকার দর্জি গলির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশিক উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদ ওরফে ছিতু মুন্সির ছেলে।

জানা যায়, সকাল ৯টার দিকে আশিক বাড়ি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আটরশির দিকে দিকে যাচ্ছিলেন পথে সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক মহাসড়কে সদরপুর বাজারের দর্জি গলির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যেহেতু সে নিজে নিজেই এক্সিডেন্ট করেছে তাই এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে