ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় তাঁত বস্ত্র মেলার লটারীর টিকেট কিনতে গিয়ে যুবক খুন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ৩ জুন ২০২২ ১০:০০:০০ অপরাহ্ন | জাতীয়

বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলার লটারীর টিকেট কিনতে গেলে আল জামিও বনি (২২) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের কলোনী এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

নিহত বনি শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে।

কলোনীর কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারীর টিকেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। কলোনী বটতলা এলাকায় তাজ ফার্মেসীর সামনে চেয়ার-টেবিল নিয়ে বসে টিকেট বিক্রি করছিলো কয়েকজন যুবক। বনি সেখানে টিকেট কিনে তাদের টেবিলের সামনে থাকা বক্সে ফেলানোর সময় টিকিট বিক্রেতা এক যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এনিয়ে বিক্রেতা যুবকেরা এক হয়ে বনিকে মারধরের এক পর্যায়ে বনির মাথায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়ার কিছুপর তিনি মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই হামলাকারিদের তথ্য সংগ্রহ করে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলেও জানান তিনি।