বাংলাদেশ বিমান বাহিনীর বগুড়ার ফ্লাইং ইন্সষ্ট্রাকটর স্কুলের একটি প্রশিক্ষণ বিমান কাহালুর মুরুইল ইউনিয়নের বড় মহর শিমুলিয়া হাড়িপুকুর বাশঁঝাড়ের উপর আছড়ে পড়ে ক্ষতিগ্রস্থ হয়। পিটি-৬ নামের ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর দুপুর পৌনে ১টার দিকে শাহজামালের বাড়ির বাঁশ ঝাড়ের উপর ভেঙ্গে পড়ে। এসময় প্রশিক্ষণ বিমানটিতে পাইলটসহ ৩জন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা সামান্য আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা সুস্থ্য রয়েছেন বলে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তারা জানান।
বড় মহর শিমুলিয়া গ্রামের মোঃ আফজাল হোসেন জানান, পৌনে ১টার দিকে বগুড়া বিমান বন্দর থেকে একটি বিমান ভটভট শব্দে উড়ে এসে শাহজামালের বাঁশ ঝাড়ের উপর আছড়ে পড়ে। এসময় শাহজামালের ছেলে শাহেদ (৮) সামান্য আহত হয়।
কাহালু উপজেলার মরুইল ইউনিয়নের চেয়ারমান আব্দুল জলিল জানান, বিমান পতিত হওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসি এবং উদ্ধার কাজে সহযোগিতা করি। এছাড়া বিধ্বস্থ বিমানে কোন যন্ত্রাংশ কেউ যেন নিয়ে যেতে না পারে সেটা তদারকি করি। তবে কেউ হতাহত হয়নি। ১টি বা”্চা সামান্য আহত হয়েছে।