ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বগুড়ায় মহিলা মাদ্রাসা থেকে ছাত্রীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া সদর এলাকার একটি মহিলা মাদ্রাসা থেকে শেফা আকতার(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে ওই ছাত্রীর লাশ মাদ্রাসার স্টোর রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, সদরের গোদারপাড়া এলাকার মহিলা হাফেজিয়া মাদ্রাসার ওই ছাত্রীর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাট্টি গ্রামে। সোমবার সকালে খবর পেয়ে মাদ্রাসায় যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে পুলিশকে জানান হয়েছে, সকালের খাবারের সময় ওই ছাত্রীকে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ স্টোর রুমের ফানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলা হয়। বগুড়া সদর থানার ওসি (অপারেশন) জানিয়েছেন, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাবে না।