ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বগুড়ায় নিজ বাড়িতে হাতুড়ি দিয়ে গৃহবধুকে খুন, সন্দেহফাজন ১জন আটক

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২০ অক্টোবর ২০২৩ ০২:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে তাছলিমা আকতার(২৩) নামে এক গৃহবধু নিজ বাড়িতে খুন হয়েছেন। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করা হয়। এঘটনায় তার সাড়ে ৩ বছরের শিশু সন্তান কজিম আহত হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কি কারনে এই খুনের ঘটনা সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানতে পারেনি। তবে এঘটনায় সন্দেহভাজন হিসাবে ১ জনকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই এলাকার সিরাজুল ইসলাম স্ত্রী ও শিশু সন্তান নিয়ে থাকতেন। তিনি ভাংরি লোহালক্করের ব্যবসা করেন। রাত পৌনে ৯ টার দিকে গৃহবধুর স্বামী বাড়িতে ফিরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাইরে থেকে গেটের লক খুলে ভিতরে প্রবেশ করেন। এসময় স্ত্রীর লাশ বারান্দায় পড়ে থাকতে দেখেন। তার শিশু সন্তান পাশের ঘরে আটকে অবস্থায় ছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ জানায়, লাশের পাশে হাতুড়ি পাওয়া গেছে। মাথায় থেতলানো আঘাত ছিলো। পুলিশ আরো জানায়, ঘরে ধস্তাধস্তিসহ বিভিন্নস্থানে রক্তের চিহ্ন ছিলো। খবর পেয়ে পুলিশ কর্মকর্তরা ঘটনাস্থলে যান। পিবিআই’র টিমও ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন শিশুর বক্তব্য গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া সিসি টিভির ফুটেজ থেকে গুরুত্বপুর্ণ তথ্য জানা গেছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ শুক্রবার জানান, লাশ ময়নাতদন্ত শেষে মামলা দায়ের হতে পারে। ইতোমধ্যে সন্দেহভাজন এক জনকে আটক করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।