ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বন্যায় কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেল ১০০ স্বেচ্ছাসেবী সংগঠন

এমরান পাটোয়ারী, ফেনী | প্রকাশের সময় : শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০৩:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

আগস্টে ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় কাজের স্বীকৃতিস্বরূপ ১০০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দিয়েছে স্থানীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক ফেনী’। 

গতকাল রাতে শহরের একটি কনভেনশন হলে পত্রিকাটির ৫ম বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত দুর্যোগে দুর্বার অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলা উদ্দিন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, সাবেক জেলা আমির একেএম শামসুদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম।

সংগঠক শরিফুল ইসলাম অপুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ একরামুল হক ভূঁঞা ও এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল ও সিনিয়র সাংবাদিক আবু তাহের। 

বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, রাষ্ট্রে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে দেশের সংবাদপত্র, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ফ্যাসিবাদের অংশ হয়ে যায়। বিগত সময়ে নানা আইন প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ রাখা হয়েছিল। আগামীতে এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। 

অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, সাম্প্রতিক সময়ে ফেনী বিভিন্ন দুর্যোগে আক্রান্ত হচ্ছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

এমন উদ্যোগের বিষয়ে দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, ফেনীর এ বন্যা স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যাকালীন ও পরবর্তী সময়ে দেশের সর্বস্তরের মানুষ ও জেলার বিভিন্ন সংগঠন ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় জেলার স্বেচ্ছাসেবীদের কাজকে সম্মান জানিয়ে আমাদের এ উদ্যোগ। আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে ১০০ স্বেচ্ছাসেবী সংগঠনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। 

এর আগে অনুষ্ঠানে জুলাই বিপ্লব, ফেনীর বন্যা ও বছরজুড়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে স্থির চিত্র উপস্থাপন করা হয়।

এ সময় ফেনীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে