আজ বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। জিএমপি কমিশনার মোঃ মাহাবুব আলম এর সভাপতিত্বে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, দুপুর ২.৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পুলিশিং এর অগ্রযাত্রায় গাজীপুরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়ে কনসেপ্ট পেপারের প্রণয়ন কার্যক্রম চলমান রয়েছে। সেই সঙ্গে পুলিশি সেবা সহজীকরণ ও গতিশীল করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে জনগণকে স্মার্ট সেবা দেওয়া চালু হতে যাচ্ছে ‘হ্যালো আরপিএমপি’ নামে একটি অ্যাপস এর মাধ্যমে। আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ প্রধান সেবামূলক এই অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবার পাশাপাশি পুলিশি সেবাকে আরো সহজ ও গতিশীলতার সক্ষমতা রাখবে। এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম। তিনি আরও বলেন, মহানগরীর কারো কোনো অভিযোগ, প্রশ্ন বা পরামর্শ থাকলে, কিংবা কোনো তথ্য দিতে চাইলে ‘হ্যালো আরপিএমপি’ অ্যাপসের মাধ্যমে জানাতে পারবে। তথ্য বা অভিযোগ সংক্রান্ত ছবি ও ডকুমেন্ট দেওয়ার অপশন থাকবে। মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে। তবে যাতে কোনো ভুয়া তথ্য দিয়ে হয়রানি করতে না পারে সেজন্য কোড তথ্য দাতাকে কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। কোন এলাকায় যানজট আছে, কোন এলাকায় নেই, সেই তথ্য নিয়মিত দেয়া হবে। এ থেকে রাস্তায় চলাচলকারীরা যে এলাকায় বেশি যানজট রয়েছে সেই এলাকায় এড়িয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে পারবে। এরসঙ্গে ওয়েব পোর্টালও সংযুক্ত থাকবে। আরপিএমপির সব ইউনিট ও থানা এবং ফাঁড়িতে কর্মরত কর্মকর্তাদের নাম ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। অ্যাপসে সেবা কার্যক্রমের বর্ণনা ও সাফল্যের কথা তুলে ধরা হবে। এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরপিএমপি কমিশনার মোঃ মাহবুব আলম। সেই সঙ্গে একটি শান্তিময়, পরিকল্পিত ও স্মার্ট নগরী গড়ে তুলতে নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন তিনি।