ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বাঁশখালীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শফকত হোসাইন চাটগামী,বাঁশখালী | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৩:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ছাত্র হত্যার মামলার আসামি যুবলীগ ক্যাডার নুরুল কাদের লুট্টু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা সদর থেকে পুলিশ তাকে আটক করে। সে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পুর্বের চাঁদাবাজি ও জেলেদের উপর হামলা মামলা ছাড়াও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও হত্যা মামলা রয়েছে।

পুলিশ জানায়, রবিবার বিকেল ২ টার দিকে উপজেলা সদরের লক্ষ্মী স্কয়ার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি টিম নুরুল কাদের লুট্টুকে আটক করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, যুবলীগ ক্যাডার ও হত্যা মামলার আসামি নুরুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট পাঁচলাইশ থানায় প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা ছাড়াও চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও হত্যা মামলা রয়েছে।