ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিশ্ব কুষ্ঠদিবস উপলক্ষে সিভিল সার্জন সিলেটের র‌্যালি অনুষ্ঠিত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ২৯ জানুয়ারী ২০২৪ ০১:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বিশ্ব কুষ্ঠদিবস উদযাপন উপলক্ষে সিভিল সার্জন অফিস সিলেটের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লেপ্রা বাংলাদেশের অর্থায়নে “আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন সিলেটের নেতৃত্বে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

 

সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভরায়, ডা. মাইমুন্নাহার, মনিটরিং অফিসার শ্যামলকুমার চৌধুরী, মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. আহমেদ শাহরিয়ার, মেডিকেল অফিসার (ডি আর এস) ডা. স্নিগ্ধা তালুকদার, মেডিকেল অফিসার (আই সি টি) ডা. মাইমুন নাহার নাসরিন, লেপ্রা নফ এর মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন সিলেট অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আওয়াল প্রমুখ।

 

এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় লেপ্রা বাংলাদেশ সহ সিভিল সার্জন অফিস সিলেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সিলেট জেলায় ১৮০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১২ জন শিশুরোগী এবং৬৮ জন পূর্ন বয়স্ক রোগী। ২০২৩ সালে সিলেট জেলায় ১৬৯ জন নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে, যার মধ্যে ২০ জন শিশুরোগী এবং ১৪৯ জন পূর্ণবয়স্ক রোগী। মৌলভীবাজার জেলায় ২৩০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু রোগী এবং ২১৫ জন পূর্ন বয়স্ক রোগী। হবিগঞ্জ জেলায় ১১৭ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ২ জন শিশু রোগী এবং ১১৫ জন পূর্ন বয়স্ক রোগী। সুনামগঞ্জ জেলায় ৩ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে কোন শিশু রোগী নেই।

 

বক্তারা আরো বলেন, কষ্ঠু রোগ নির্মূল এবং কষ্ঠু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য লেপ্রা বাংলাদেশ বর্তমানে মাঠ পর্যায়ে ২৯ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেলা সদর হাসপাতালে কষ্ঠু রোগের চিকিৎসা এবং বিনামূল্যে কষ্ঠু রোগের ঔষধ পাওয়া যায়।