ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

বড়লেখায় চোরাই মোটরসাইকেলসহ আটক ১

বড়লেখা প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ ০৫:৪৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজন আটক হয়েছেন। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন পৌরসুপার মার্কেট এর দক্ষিণ পাশের একটি রেস্টুরেন্টের কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত- মো. ইব্রাহিম হাসিম (১৯) মৌলভীবাজার বড়লেখা উপজেলার সালদিঘা এলকার শাহানুর রহমানের ছেলে।

 

এক বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায়, সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমানের  তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা  করা হয়।

 

 

এস আই মো. আবুল বাশার  ঘটনার বিষয়ে বাদী হয়ে  বড়লেখা  থানায় এজাহার দায়ের করা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।