ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ভারতে পাচারকালে পায়ু পথে দুই পিস স্বর্ণের বারসহ চোরাকাবারী আটক

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর

পায়ু পথে দুই পিস স্বর্ণের বার ভারতে পাচারকালে সাতক্ষীরার হরিশপুর সীমান্ত থেকে এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। রোববার বিকালে সদর উপজেলার হরিশপুর সীমান্ত থেকে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩.২৬ গ্রাম। যার বাজার মূল্য ২৭ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা। এসময় জব্দ করা হয় একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ আল আমিন (২৫)। সে সদর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার নাসির উদ্দীনের নেতৃত্বে বিজিরি একটি চৌকষদল সদর উপজেলার হরিশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করেন। এসময় আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করেন। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়। জব্দ মালামালের বাজার মূল্য ২৭ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ