ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১ হাজার ৯'শত কৃষকদের মাঝে খরিব মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনা মুল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন সুলতানা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন প্রমুখ। পরে উপজেলার ১ হাজার ৯'শত প্রন্তিক কৃষকদের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ বিতরণ করা হয়।