ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলাল মন্ডল। একই সাথে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলার ১’শ ৫২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নাম যাচাই বাছাই করে জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলালকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। একই সাথে ১’শ ৫২টি প্রাথমিক বিদ্যালয় বাছাই করে জলিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশাদুজ্জামান জানান, আমরা উপজেলার সকল প্রধান শিক্ষকদের বাছাই করেই জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলাল মন্ডলকে। একই সাথে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলাল মন্ডল সকলের কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থী কামনা করেছেন।