ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মাতারকাপন বসতবাড়িতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি প্রায় ১৪থেকে১৫ লক্ষ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পৃর্ব মাতারকাপন এলাকায় বসত ঘড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় জানা যায়, প্রায় ১৪থেকে১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার ৩১ জানুয়ারি ২০২৪ইং, রাত ৯ টার সময় মোঃ আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মোঃ আবুল কালাম আজাদের ভাতিজা এনামুল হক জানান, রাত ৯ টার সময় আমার দুই চাচার ঘরে আগুন লাগে। রাত সাড়ে নয়টার সময় ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘরে থাকা যাবতীয় মালামাল আগুনে পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমান আনুমানিক ১৪/১৫ লক্ষ টাকা। আগুন লাগার সম্ভাব্য কারণ ইলেকট্রিক শট সার্কিট অথবা ফ্রিজ বিস্ফোরন। আগুন লাগার সময় বাড়িয়ে কেউ না থাকায় সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা যায়নি বলে তিনি জানান।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোঃ হারুনুর রশিদ মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।