ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

মাধবপুরের হায়দর কবিরাজ সব সমস্যার সমাধান করেন গ্যারান্টি দিয়ে

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

তিনি সবই পারেন। যেকোনো সমস্যার সমাধান করেন গ্যারান্টি দিয়ে। প্রয়োজনে চুক্তিপত্রও করেন। কাক্সিক্ষত ফলাফল পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন ওই কবিরাজ।

হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আকরা এলাকায় হায়দর কবিরাজের আস্তানায় প্রতিনিয়ত ঘটছে ওই ধরণের প্রতারণার ঘটনা। দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বিস্তার করে প্রতারণা চালিয়ে যাওয়ার জন্যে হায়দর কবিরাজ নিয়োগ করেছেন কতিপয় সাঙ্গপাঙ্গও।

খোঁজ নিয়ে জানা গেছে, হায়দর কবিরাজ বিভিন্ন সময় ভিন্ন ধরণের পরিচয় দেন নিজের। অনেক সময় নিজকে কুরআনে হাফিজ পরিচয় দেন। পরিচয় দেন মাওলানা হিসেবে। অনেক সময় পরিচয় দেন আসাম থেকে কুফুরি বিদ্যা অর্জন করেছেন। নিজকে জিন সাধক হিসেবেও পরিচয় দেন। হায়দর কবিরাজারে এ ধরণের অনেক পরিচয় রয়েছে।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে নানান সমস্যায় আক্রান্ত হয়ে লোকজন যাতায়াত করেন হায়দর কবিরাজের আস্তানায়। বিশেষ করে নারী ও তরুণীদের ওই আস্তানায় বেশি যেতে দেখা যায়। অনেক সময় কিছু নারীর উপর লালসার চোখ পড়ে ভন্ড কবিরাজের। এতে হিতে বিপরীতও ঘটে। নারী বা তরুণী ইজ্জত বাচাতে উল্টো হামলা করেন ভন্ড কবিরাজের উপর। এ ধরণের ঘটনা প্রায় সময় ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে ওই আস্তানায় কেউ গেলে ভন্ড কবিরাজ গ্রান্টি দেন ওই সমস্যার সমাধান করে দেয়া হবে। এজন্যে তাকে মোটা অঙ্কের অর্থ দিতে হবে। কিন্তু আজ পর্যন্ত কেউ বালা মুসিবত থেকে মুক্তি পেয়েছেন-এমন নজির নেই। জিন-ভ‚ত ছাড়িয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেন নির্ধারিত পরিমাণ অর্থ। কেউ ফল লাভ করেছেন-এমন নজিরও নেই।

খোঁজ নিয়ে জানা গেছে কেউ প্রতিবাদ করলে ভন্ড কবিরাজ তার সাঙ্গপাঙ্গদের লেলিয়ে দেন। এই লেলিয়ে দেয়ার ঘটনা প্রায় সময় ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।