মির্জাগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইছানুর (৩৫)।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এর নির্দেশনায় এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাতে বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাকেরগঞ্জ হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ইছানুর ভিকাখালী গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে। তার বিরুদ্ধে ২০২১ সালে পিরোজপুর আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ১১ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ লখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন ইছানুর। পুলিশ তাকে শনিবার রাত ৩ ঘটিকায় গ্রেফতার করে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আসামী ইছানুর চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।