মৌলভীবাজার শহরের ওয়াপদা সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার (৩৫) নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে ঘটনাটি ঘটে।
জনি মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন।
ওসি জানান, বিকাল ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে জনি শহরের কোর্ট এলাকায় যায়ার পথে ওয়াপদা সড়কের সোনা ভবনের সম্মুখে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।