শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- এই স্লোগান নিয়ে কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হলো।
সোমবার (১ মে) সকালে ডিসি কোর্ট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এরপর একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ জহিরুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ও কুষ্টিয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আকবর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহাবুল হক, রেনউইক এন্ড যজ্ঞেশ্বর কোং বিডির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন্নেসা বিউটি, কুষ্টিয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক রাজু বড়ুয়াসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের ঐদিনে আমেরিকার শিকগো শহরের হে মার্কেটের শ্রমিকরা তাদের ৮ ঘন্টা কাজের দাবীতে শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছিলেন। ঐদিন থেকে মহান মে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বক্তারা আরও বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’ প্রণয়ন করা হয়েছে। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই তহবিল থেকে যে কোন শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে, জরুরি চিকিৎসা ব্যয় নির্বাহ ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য এবং শ্রমিকদের সন্তানের উচ্চ শিক্ষার জন্যেও আর্থিক সহায়তা পাচ্ছেন।
মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে কাজ করবেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলেল প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন কল কারখানার মালিক শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।