ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪: জলবায়ু সুবিচারের অঙ্গীকার

আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৪:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

রাজশাহী এবং বরেন্দ্র অঞ্চলের গ্রাম ও শহর এলাকায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খরা, তীব্র তাপদাহ এবং পানির ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ এবং বৈশ্বিক জলবায়ু তহবিলের দাবিও উত্থাপন করা হয়েছে। এছাড়া বরেন্দ্র অঞ্চলকে খরাপ্রবণ দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করতে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘নগর যুবদের অঙ্গীকার, জলবায়ু সুবিচার’ শ্লোগানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যুব প্রতিনিধিরা অংশ নেন। রাজশাহী, নেত্রকোণা, মানিকগঞ্জ, সাতক্ষীরা, চাপাইনবাবগঞ্জ, বান্দরবান, নীলফামারী, ঢাকা, বাগেরহাট, সিলেট, নওগাঁসহ দেশের ৪০টি যুব সংগঠন থেকে প্রায় দেড় শতাধিক যুব তরুণ প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। 

BARCIK (5)

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু সুবিচার, এবং সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন আলোচনা, গবেষণা, প্রস্তাব, বিতর্ক, সুপারিশ, প্রদর্শনী এবং উপস্থাপন করা হয়। এসময় যুবরা ১২টি দাবি তুলে ধরেছেন।

সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হাসনাত কবির, প্রফেসর ড. ফারহাত তাসনিম, লেখক গবেষক ও বারসিকের পরিচালক পাভেল পার্থ, বারসিকের সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রয় এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

সম্মেলনের আহবায়ক মো: রাসেল সরকার বলেন, বৈষম্যমুক্ত সমাজ নির্মাণে বাংলাদেশের তরুণরা কাজ করছে। আমরা চাই বৈষম্যমুক্ত জলবায়ু ব্যবস্থাপনা এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করতে।

বায়ান্ন/প্রতিনিধি/একে