ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রুমার পর এবার থানছি সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি: ১৮ লাখ টাকা লুট,গুলি বর্ষন

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বুধবার ৩ এপ্রিল ২০২৪ ০২:৫৮:০০ অপরাহ্ন | জাতীয়

 বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানছি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার(৩রা এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার থানছি উপজেলা সদরে সোনালী ও কৃষি ব্যাংক শাখায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ স্থানীয় বিচ্চিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) এর শতাধিক অস্ত্রধারী সদস্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়কে সোনালী ও কৃষি ব্যাংকে ঢুকে পড়ে। এসময় তারা ভল্ট ভাঙ্গার চেষ্টা চালায়। পরে তারা ভল্ট ভাংতে ব্যর্থ হয়ে ক্যাশ বক্সে রক্ষিত টাকাসহ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে মোট ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।