বর্জ্যের পরিশোধন,নিশ্চিত হবে টেকশই স্যানিটেশন,হাতের পরিচ্ছনতায়, এসো সবে এক হই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস অক্টোবর ২০২২ উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, উপজেলায় আর্সেনিক পরীক্ষার কাজে নিয়োজিত কলসুমা আক্তার,শামীম জায়গীরদার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,গীতাপাঠ করেন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী অমিতাব দাস। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আলী মর্তুজা,দীন ইসলাম,সেজাউল করিম সহ প্রমুখ।