শান্তিগঞ্জে লেট আস লার্ন প্রজেক্টের কোয়ালিটি ষ্টেক হোল্ডার কনসালটেশন কো- অর্ডিনেশন নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জাগরনী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে জাগরনী চক্র ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলা শাখার কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মো: বদরুল আলমের পরিচলানায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লেট আস লার্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিমাদ্রী প্রসাদ মিস্ত্রী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান,সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সমর চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সংস্কৃতি কর্মী শ্যামল দেব। এ সময় উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের শান্তিগঞ্জ উপজেলা শাখার এডমিন এন্ড ফাইন্যান্স ম্যানেজার পার্থ পন্ডিত, ডকুমেটেশন,রিপোর্টিং এন্ড লার্নিং কর্মকর্তা মোঃ ইকরামুল হাসান রাজু,মনিটরিং,ইভালুয়েশন এন্ড একাউন্টটিবিলিটি কর্মকর্তা মোঃ আনারুল ইসলাম,উপজেলা কো-অর্ডিনেটর উইলিয়াম তপ্ন,টেকনিক্যাল কর্মকর্তা সুবর্না আক্তার,কুমারেশ চন্দ্র রায়,এডমিন এন্ড ফাইন্যান্স সহকারী মোঃ খালিদ হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ প্রমুখ।