ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

শাবিতে সরস্বতী পূজাউদযাপিত

শাবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদযাপিত হচ্ছে স্বরস্বতি পূজা। এতে বিদ্যার দেবী সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম ও সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।


শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে ক্যাম্পাসের অস্থায়ী পূজা মণ্ডপে যজ্ঞ দিয়ে শুরু হয়। দুপুর এগারোটা থেকে প্রসাদ বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাবি শাখার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা ও অধ্যাপক ড. দীপেন দেবনাথ, শাবিপ্রবির কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, 'ক্যাম্পাসে আমার তৃতীয় তম পূজা। এবারের পূজা আমার কাছে স্পেশাল।সারাদিন অনেক আনন্দ করেছি, ক্যাম্পাসে আমার আত্নীয় স্বজন ও আমার সহপাঠী ও সিনিয়র দাদা-দিদিরা এসেছেন, তাদের প্রসাদ বিতরণ করেছি'।

বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখা, শাবিপ্রবির কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, শ্রী কৃষ্ণচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন বিভাগের ১১টি অস্থায়ী পূজামণ্ডপে চলতি বছর পূজা উদযাপন করা হচ্ছে।