ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

শাবিপ্রবিতে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ০৬:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বিসিএস নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ‘নতুন নিয়ম’ বাদ দিয়ে আগের পদ্ধতিতেই নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমান নন-ক্যাডার প্রার্থীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে এ মানববন্ধন করেন নন-ক্যাডার প্রার্থীরা। মানববন্ধনে কয়েক অর্ধশত প্রার্থী অংশ নেন। পরে ছয় দফা দাবি জানিয়ে অবিলম্বে তা মেনে নিতে সরকার ও পিএসসির প্রতি আহ্বান জানান তারা।

নন-ক্যাডার প্রার্থীদের ৬ দফা দাবি সমূহের মধ্যে রয়েছে- যেহেতু ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার পদ সংখ্যা উল্লেখ করা হয় নাই, সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারী নন-ক্যাডার পদসংখ্যা নির্ধারণ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করা, ৪০তম বিসিএস নন-ক্যাডার পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে প্রদান করা হয়েছে, সুতরাং তারিখওয়ারী পদ বিভাজনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং তা বাতিল করে ৪০বিসিএসে উত্তীর্ণদের মধ্যে থেকে সর্বোচ্চ  সংখ্যক প্রার্থীদের সুপারিশ করা, যে পদ অনুসরণ করে পিএসসি ৩৪-৩৮ এর নিয়োগ দিয়েছে, সে পদ অনুসরণ করে বর্তমানদের নিয়োগ দিওয়া, পিএসসির ভিত্তিহীন ও বিভান্তিমূলক কথার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া, পিএসসিকে বেকারবান্ধব, স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রতিষ্ঠানের ধারা অব্যাহত রাখা।