শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের "সোসাইটি নির্বাচন" এর মাধ্যমে ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে জিইই বিভাগের বিভাগীয় প্রধান রনি বসাক। স্নাতকোত্তর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আসিফ বিন আলম সিয়াম সহ-সভাপতি ও স্নাতক ২০১৭-১৮ সেশনের ইমন বড়ুয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. বাহাউদ্দীন সিকদার।
সোমবার (২৮ মার্চ) সকাল ১০টায় বিভাগের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জিইই বিভাগের সহকারী অধ্যাপক মো. বাহাউদ্দিন সিকদার, সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান এবং প্রভাষক আফরোজা বেগম। নির্বাচন কমিশনারদের পাশাপাশি নির্বাচন পরিচালনার সহায়তায় ছিলেন বিভাগেরই প্রভাষক মোঃ নাজমুল কবির এবং স্নাতকোত্তর ২০১৯-২০ সেশনের শেখ তৌফিকুল ইসলাম।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সাধারণ সম্পাদক স্নাতক ২০১৮-১৯ সেশনের মোঃ মোহাইমেনুল ইসলাম, প্রচার সম্পাদক স্নাতক ২০১৮-১৯ সেশনের প্রান্ত ভৌমিক , শিক্ষা ও সেমিনার পদে স্নাতকোত্তর ২০২০-২১ সেশনের আফরিন খন্দকার, ক্রীড়া সম্পাদক পদে স্নাতকোত্তর ২০২১ সেশনের মোহাম্মদ সাদমান আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে স্নাতক ২০১৭- ১৮ সেশনের মোঃ মাকসুদুল হোসেন ভূঁইয়া, সহ-শিক্ষা ও সেমিনার সম্পাদক পদে স্নাতক ২০১৭-১৮ সেশনের মহিমা হোসন মনিষা, সহ-ক্রীড়া সম্পাদক স্নাতক ২০১৯-২০ সেশনের জয় চোধুরী, সহ-সাংস্কৃতিক পদে স্নাতক ২০১৯-২০ সেশনের মোঃ রমজান হোসেন রনি এবং সহ-প্রচার সম্পাদক পদে স্নাতক ২০২০-২০২১ সেশনের মুজাহিদ বিল্লাহ ফারুকী মুশফিক নির্বাচিত হয়েছেন।