ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী ও শিশু কন্যা আহত

আশরাফুল আলমঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ মে ২০২৩ ০৯:৫৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

 
 
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রী ও কন্যাসহ ৩ জন হতাহত হয়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেল চালক রবি খাঁর স্ত্রী রুমা খাতুন (৩৫)। এ সময় রবি ও তার শিশু কন্যা রাহি (৩) আহত হন। গুরুতর আহত হওয়ায় রবি’কে শৈলকুপা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতলাগাড়ী বাজার থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক সকাল সাড়ে ১১টার দিকে ছোটমৌকুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা মোটর সাইকেলকে সম্মুখ থেকে চাপা দেয়। এতে রুমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটির হেলপারকে আটক করলেও পালিয়ে যায় ড্রাইভার। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েত প্রবাসী রবি খাঁ শৈলকুপার একটি ব্যাংক হতে টাকা তুলে গ্রামের বাড়ি ধুলিয়াপাড়া ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।