ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

শ্রীপুরে তাকওয়া পরিবহনের বাস থেকে নারী পোশাক শ্রমিককে ফেলে দিয়ে হত্যায়, চালক ও সহকারী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় “তাকওয়া পরিবহনের” একটি চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক নারীকে হত্যার ঘটনায় বাসটির চালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন- বাসের চালক মো. নজরুল ইসলাম (৩৮) ও সহকারী মো. জয়নাল (২৮)। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস।


ওসি জানান, শুক্রবার রাতে চম্পা বেগম নামের এক নারীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পেয়ে হাইওয়ে পুলিশ বাসের অভিযুক্ত চালক ও সুপারভাইজারকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এরই প্রেক্ষিতে রোববার দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের নয়নপুর থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাকওয়া পরিবহনের মিনিবাসে উঠেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার নিজগাঁও গ্রামের চম্পা বেগম (৩২)। চম্পা তার স্বামীর সঙ্গে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।


নিহতের স্বজনদের দাবি, বাসটি কিছুদুর যাওয়ার পর বাসের সহকারীর সঙ্গে কোনও এক বিষয় নিয়ে চম্পার বাগবিতণ্ডা শুরু হলে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা  দিয়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন নিহতের ভাই জহিরুল ইসলাম বাদি হয়ে শ্রীপুর থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।