গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মোঃ হৃদয় (২৮) নামের এক যুবক নিয়ত হয়েছে ।
ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকালে উপজেলার উজিলাব গ্রামের কিতাব আলীর বাড়ির সামনে ন্যাশনাল পোল্ট্রি-ভাংনাহাটি গ্রামীন সড়কের পাশে ।নিহত মোঃ হৃদয় শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নঈম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায় সে কোন পেশায় নিয়োজিত ছিল না ।তাদের ধারণা রাতে কোন এক সময়ে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার সকালে শিশুরা মক্তবে যাওয়ার পথে বৈদ্যুতিক খুঁটির কাছে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয় রহিম উদ্দিন এগিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোঃ নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।