র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সহযোগিতায় সিলেটে অভিযান চালিয়ে ৩টি খাদ্যদ্রব্য তৈরি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিলেট মহানগরীর খাদিম বিসিকে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রুপো বোম্বে ফুড প্রোডাক্টস, দেশি ফুডস ও রিসতা ফুড প্রোডাক্টস- এই ৩টি প্রতিষ্ঠানের কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি, খাদ্যদ্রব্যে ভেজাল জিনিস মেশানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অপরধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। পরে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে একটি র্যাব-৯ এর একটি চৌকস টিম।