সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজা বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার ৭ নং ইউনিয়নের বানার গাও প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছেন।
স্কুলের শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এজাজুল হক বলেন, স্কুলের শিক্ষার্থীদের জন্যে পর্যাপ্ত ব্যাঞ্চ নেই-বিষয়টি অবাক করার মতো। বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে গুরত্ব দিয়ে ব্যাপক কাজ করছেন। কিন্তু এই স্কুলে শিক্ষার্থীদের জন্যে পর্যাপ্ত ব্যাঞ্চ নেই-বিষয়টি কোনোভাবে মেনে নেয়া যায় না।
তিনি বলেন, ফ্লোরে বসে তারা পড়ালেখা করে শীতের মধ্যে অনেক কষ্ট হয়। তাই বিষয়টি জরুরী ভিত্তিতে সমাধান করা উচিত বলে আমি মনে করি। এই এলাকার জনপ্রতিনিধি অথবা বিত্তবান ব্যক্তি কেউ এগিয়ে এলে ছাত্র-ছাত্রীদের এই সমস্যাটি দূর হতে পারে। কেউ এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ আমি এই সমস্যার সমাধান যেভাবেই হোক করব।
অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াউল হক। অনুষ্ঠানে এলাকার মুরুব্বী যুবক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন ।