ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে বিজিবি'র অভিযানে ১২২টি গরু আটক

সংবাদ দাতা। আলীকদম(বান্দরবান)প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ ০২:৪৩:০০ পূর্বাহ্ন | জাতীয়
 
বান্দরবানের আলীকদমে চোরাই পথে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ১২২টি গরু আটক করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন।
 
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বার ঘাট থেকে এসব গরু আটক করা হয়।
 
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, মিয়ানমার থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মো. শহিদুল ইসলামের সহযোগিতায় গরু গুলো আটক করা হয়। বর্তমানে এগুলো ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।
 
বিজিবি সূত্র জানায়, যাচাই বাছাই শেষে মঙ্গলবার এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।