ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ঈদের আগেই পছন্দের গরু কিনে রাখতে চান ক্রেতারা

মোঃ রেজাউল করিম মজুমদার , গাজীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ১১:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
কোরবানি ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি শত শত গরু আসতে শুরু করেছে গাজীপুরে। গাজীপুর মহানগরের প্রতিটি গরুর হাটে গরু নামতে শুরু করেছে। বেশিরভাগ গরু আসতেছে রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, খুলনা, যশোর থেকে। বাঁশের খুঁটি লাগিয়ে সারিবদ্ধ ভাবে শত শত গরু রাখার ব্যবস্থা করেছেন বাজার কমিটি, গরুর হাট বাজার কমিটির লোক বিভিন্ন প্রকার দায়িত্ব গ্রহণ করেছেন, যেমন মলম পার্টি, চুরি, ছিনতাই, ডাকাতি এড়াতে বাজারের স্থায়ী কমিটির মধ্য দিয়ে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ঈদের বাজারে গরু তুলতে সব খামারীদের ভালো লাভবান হওয়ার চিন্তা ভাবনা নিয়ে গরু মোটাতাজা সুন্দর করানোর জন্য খাওয়ানো হয় বিভিন্ন প্রতিক্রিয়ার ভিটামিন ওষুধ, কারণ গরুর রং যত সুন্দর হবে ততই দাম পাবে এবং মোটাতাজা গরু সবাই পছন্দ করে। খামারিরা আরো জানায়, গরুর খাদ্য সামগ্রীর দাম আগের তুলনায় তিনগুণ বেড়েছে, গরুকে পরিপূর্ণতা ভাবে খাবার দিয়ে পুষে তুলতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। টাকার ব্যাংকের মতোই গরুর খাওয়া দাওয়া, ঠিকমতো গরুকে খাওয়াতে না পারলে গরুর শরীর ভেঙে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এতে করে আরো ক্ষতিগ্রস্ত হয় আমাদের খামারিরা। আমাদের জানামতে এবার ইন্ডিয়া থেকে গরু অনেকটাই কম আসছে, আশা করা যায় আমাদের দেশি প্রজাতির গরুর দাম ভালো পাবো। বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের মোটামুটি আনাগোনা রয়েছে, অনেক ক্রেতারাই ভাবছেন ঈদের আগ মুহূর্তে অনেক ভিড় পড়বে এবং গরু না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আগে থেকেই দেখেশুনে মোটাতাজা সুন্দর গরুটি কিনে রাখতে চান ক্রেতারা। তবে ক্রেতাদের কিছুটা আপত্তি রয়েছে, গত বছরের তুলনায় এবার বিক্রেতারা গরুর দাম অনেক বেশি চাচ্ছে।