ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

উৎসব মূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২৩ জুন ২০২৩ ০৩:১০:০০ অপরাহ্ন | দেশের খবর
উৎসব মূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 
জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নের্তৃবৃন্দ। পরে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ৭১ চত্ত্বর হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নের্তৃবৃন্দ। 
এসময় শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।