ঢাকা, শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুন ২০২৪ ০৮:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী শাহিন্জ্জুামান শাহীন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে জেলা দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলো-কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোমিন উল্লাহ’র ছেলে জসিম উদ্দিন বাবু ও সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবুল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০২১ সালের ৬ জুন সকালে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকার একটি কলাক্ষেত থেকে ওই বাজারের লেদ ওয়ার্কশপের মালিক শাহিনুজ্জামান শাহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা চাঁদ আলী বাদী হয়ে ওইদিনই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ আগস্ট ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে মামলার আসামী জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের সময় ওই দুই আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের কারাগারে পাঠানো হয়।