ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত, আহত ৭

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ০৪:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ দুপুর ২টার দিকে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

প্রথম দুর্ঘটনাটি চান্দিনা পালকী সিনেমা হলের কাছে ঘটে। এসময় এশিয়া লাইন নামক একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি মারুতি গাড়িকে ধাক্কা দেয়। এতে মারুতিতে থাকা ৬ বছরের শিশু লামহা ঘটনাস্থলেই নিহত হন। 

নিহত শিশু লামহা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। 

এ ঘটনায় মারুতির আরও ৫ যাত্রী আহত হন। এদের মধ্যে ২ জন মহিলার অবস্থা আশঙ্কাজনক।

দ্বিতীয় দুর্ঘটনাটি চান্দিনার মাধাইয়া এলাকায় ঘটেছে। এসময় সিএনজি অটোরিকশার সাথে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে ২ যাত্রী আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগুলো ঘটার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে।

বায়ান্ন/একে