ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০৮:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়ায় সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। এসময় বিভিন্ন কারণে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌর শহর এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা ও সংরক্ষণ করার অপরাধে কুলাউড়ার দক্ষিণবাজারের মেসার্স ডিলমন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য সংরক্ষণ করা, রংয়ের প্যাকেটের গাঁয়ে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা না থাকা, ব্যবসায়ী লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারের নাজমা হোটেলকে ৩ হাজার টাকা এবং মৌলভীবাজার রোডের মেসার্স হেলাল ট্রেডার্সকে ৩ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে সহকারী পরিচালক আল-আমিন জানান- সার ও বীজের পাইকারি ব্যবসায়ীদেরকে মৌসুমি বীজ এবং সার সঠিকভাবে সরকারি নির্ধারিত দামে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিদপ্তরকে সহায়তা করে র‌্যাব-৯ ফোর্সের একটি দল ও কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. বিল্লাল হোসেন।