ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

কোম্পানীগঞ্জে পরিবেশের অভিযানে ৪০টি টমটম মেশিন বিকল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২০ ফেব্রুয়ারী ২০২২ ১২:০৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

পরিবেশের বিপর্যয় ঘটিয়ে পাথর ভাঙ্গার দায়ে টমটম মেশিন ভেঙ্গে বিকল ও জরিমানা করা হয়েছে। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় স্থাপিত পাথর ভাঙ্গার মেশিনে (টমটম) অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।


পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান।

এ সময় পানি ছাড়া পাথর ভাঙ্গায় ধুলাবালিতে পরিবেশ বিপর্যয়, শ্রমিকদের সেইফটিগার্ড ছাড়া কাজ করানো, পরিবেশের ছাড়পত্র ছাড়া ও নিয়ম বহির্ভূত টমটম মেশিন দিয়ে পাথর ভাঙ্গার দায়ে ৪০টি মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ও শাবল-হেমার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এবং ৭টি টমটম মেশিনের মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেন বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়া এখানে কয়েকশত টমটম মেশিন দিয়ে পাথর ভাঙ্গা হয়। যেখানে লেবারের মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। পানি ছাড়া পাথর ভাঙ্গার কারণে এলাকায় বৃষ্টির মতো ধুলো উড়ে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে।