ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ক্ষতগ্রিস্থ বাড়ঘির পরর্দিশনে আ’লীগরে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানফি

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ ০৮:১২:০০ অপরাহ্ন | জাতীয়

নড়াইলরে লোহাগড়া উপজলোর দঘিলয়িা সাহাপাড়ার কলজেছাত্র আকাশ সাহার ফসেবুকে মহানবীকে (সাঃ) নয়িে কটূক্তরি অভযিোগে সহংিসতায় ঘটনায় হন্দিু সম্প্রদায়রে ক্ষতগ্রিস্থ বাড়ঘির, দোকান ও মন্দরি পরর্দিশন করছেনে আওয়ামী লীগরে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানফি।

বৃহস্পতবিার (২১ জুলাই) বলো ১১টার দকিে ক্ষতগ্রিস্থ এলাকা পরর্দিশন শষেে তনিি সাংবাদকিদরে বলনে, ফসেবুকে উস্কানমিূলক পোস্ট দয়িে সাম্প্রদায়কি সংঘাত সৃষ্টি করা হচ্ছ।ে আমরা সইে রামুর ঘটনা থকেে দখে,ি নাসরিনগর ঘটনা থকেওে দখে;ি সকল ঘটনার সাথে একটি যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এসব ঘটনা পরকিল্পতি। এ ঘটনার উদ্দ্যশ্যে একটাই-আমাদরে সমাজে সাম্প্রদায়কি বীজ বপন করা, সরকারকে বব্রিত করা। দশেরে জনগণকে অস্থতিশিীল করা। এখানে (নড়াইলরে দঘিলয়িা) যে ঘটনা ঘটছে,ে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নন্দিা ও প্রতবিাদ জানাই। আমরা ক্ষতগ্রিস্থদরে আশ্বস্ত করছে,ি মাননী প্রধানমন্ত্রী ঘটনা শোনার পরই দ্রুত ব্যবস্থা গ্রহণরে নর্দিশে দয়িছেনে। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়তি তাদরে খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দতিে হব।ে আমাদরে একটাই লক্ষ্য অপরাধীদরে এমন শাস্তরি ব্যবস্থা করতে হব,ে যাতে ভবষ্যিতে কউে যনে আইন নজিরে হাতে তুলে না ননে।

এ সময় উপস্থতি ছলিনে-সংসদ সদস্য মাশরাফি বনি র্মতুজা, পুলশি সুপার প্রবীর কুমার রায়, জলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক সদর উপজলো পরষিদ চয়োরম্যান নজিাম উদ্দনি খান, লোহাগড়া পৌর ময়ের সয়ৈদ মসয়িূর রহমান, দঘিলয়িা ইউনয়িন পরষিদ চয়োরম্যান সয়ৈদ বোরহান উদ্দনিসহ দলীয় নতেৃবৃন্দ।

এরপর দুপুরে নড়াইলরে সুলতান মঞ্চ চত্বরে জলো ছাত্রলীগরে সম্মলেনে প্রধান অতথিি হসিবেে যোগ দনে মাহবুব উল আলম হানফি।

পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজলোর দঘিলয়িা সাহাপাড়ার কলজেছাত্র আকাশ সাহার ফসেবুকে মহানবীকে (সাঃ) নয়িে কটূক্তরি ঘটনা ঘটছেে বলে অভযিোগ রয়ছে।ে বষিয়টি ওইদনি জুম্মার নামাজরে পর বভিন্নি পশোর মানুষরে নজরে আস।ে এরপর বক্ষিুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রফেতার ও বচিার দাবতিে তাদরে বাড়রি সামনে বক্ষিোভ করনে। ওইদনি বকিলে থকেে উত্তজেনা আরো বাড়তে থাক।ে

বক্ষিুদ্ধ লোকজন একর্পযায়ে সাহাপাড়ার পাঁচটি বাড়ি ও দঘিলয়িা বাজাররে ছয়টি দোকান ভাংচুর করনে। এর মধ্যে গোবন্দিা সাহার বাড়তিে আগুন ধরয়িে দয়ে। আগুনে দুই রুম বশিষ্টি টনিরে ঘরটি পুড়ে গছে।ে এছাড়া সাহাপাড়ার মন্দরিরে চয়োর ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দরিরে টনিরে চালা ভাংচুর ও মহাশ্মশান কালবিাড়ি মন্দরি সামান্য ক্ষতি করে বক্ষিুদ্ধরা। পরস্থিতিি নয়িন্ত্রণে ঘটনাস্থলে বপিুল সংখ্যক পুলশি ও র‌্যাব মোতায়নে রয়ছে।ে এছাড়া পুলশি কয়কে রাউন্ড ফাঁকা গুলি করছে।ে