ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : রবিবার ১ ডিসেম্বর ২০২৪ ০৬:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়।

পরে শোক র‌্যালি নগরের লালদীঘি, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, শহীদ মিনার ও সিনামা প্যালেস হয়ে পুনরায় এদায়েল ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি (আজ) করা হয়েছে।

আগামী বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আইনজীবী অডিটোরিয়ামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শোক সভা অনুষ্ঠিত হবে। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।  

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ করে টানা ২ দিন আদালত বর্জনের কর্মসূচি পালন করা হয়েছিল। আজ (রোববার) আদালতের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ