ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ

মো. এনামুল হক লিটন, চট্টগ্রাম | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ০১:০৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনা রোধ করতে চট্টগ্রামে পেশাদার গাড়ি চালকদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম বিআরটিএ-তে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পেশাদার চালকদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্র্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) কীর্তিমান চাকমা, চট্টমেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বায়েজিদের বিআরটিসি ট্রাক ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, চট্টমেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক পলাশ খীসা, মেহেদী হাসান ও সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।

প্রশিক্ষণ শেষে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রোববার ও  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের সম্মানী ও দুপুরের খাবার বিতরণ করা হয়। রোববার প্রশিক্ষণে সর্বমোট ৩৩৫ জন পেশাদার চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

এদিকে কর্মশালায় শীতকালে কুয়াশায় গাড়ি চালানোর বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ