চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে (৩১) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জ জেলার বাহুবলী থানার মিরপুর ইউনিয়নের জয়পুর ৬ নম্বর ওয়ার্ডের মো.কদর আলীর ছেলে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে পশ্চিম মোহরা এলাকা থেকে চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে