চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
সোমবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসে সাবেক ওসি নেজাম উদ্দীন। এসময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়।
নেজাম উদ্দিন সিএমপির বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। পরে বিস্তারিত জানানো যাবে।
নেজাম উদ্দিন সর্বশেষ পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায়ও ওসির দায়িত্ব পালন করেন তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ