হবিগঞ্জের চুনারুঘাটে চেক ডিজঅনার মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১৩ লক্ষ টাকার অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি ফারুক তালুকদার (৪০) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) আসামী ফারুক তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়। জেলার শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট থানার এএসআই আকবর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক তালুকদার চুনারুঘাট উপজেলার সতং এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের করা একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় পলাতক আসামী ফারুক তালুকদার এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।