চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন স্থানে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এই শীতে গরিব-দুঃখী ও দুস্থ-অসহায় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আর টিক তখনই দুর্গত মানুষকে উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যায়, এবারও “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এ শ্লোগানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডুলনা ইয়াং স্টার সোসাইটি।
শুক্রবার (২৬ জানুয়ারী) রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডুলনা ইয়াং স্টার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে ৩০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি ডুলনা ইয়াং স্টার সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান চৌধুরী আকিবের পরিচালনায় ও সভাপতি ইস্তেহাক চৌধুরী লিমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন।
এতে বিশেষ অতিথি ছিলেন ডুলনা জামে মসজিদের সভাপতি মোঃ আবুল খায়ের চৌধুরী, চন্দ্রমল্লিকা হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ওসমান গণি কাজল, আলহাজ্ব লিটন জমাদার, গোগাউরা গ্রামের লিটন চৌধুরী, সাবেক মেম্বার আবু তাহের, বর্তমান মেম্বার আব্দুল মালেক চৌধুরী ও সংগঠনের সকল নেতৃবৃন্দসহ এসময় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণী সভায় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ৩'শত জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে এবং মাদকের ভায়াল থাবা থেকে দূরে থাকার জন্য মাদ্রাসার ছোট-ছোট বাচ্চাদের মাঝে ১টি ফুটবল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, ডুলনা ইয়াং স্টার সোসাইটি নামক সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাবিদ মানবিক কাজ করে আসছে। তারা ইতিপূর্বে চোখে ছানীপড়া ৩০ জন রোগীকে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নিয়ে ফ্রি চোখের অপারেশন করিয়ে চিকিৎসা প্রদান করিয়াছে। প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণ, করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণের কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়মূলক কর্মসূচী পালন করে আসছে।