ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

চেয়ারম্যানের উন্নয়ন তহবিল থেকে স্কুল ব্যাগ উপহার পেলো শিক্ষার্থীরা

মু.ওয়াহিদুর রহমান মুরাদ,রায়পুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ১১:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

 

১০নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ সফিউল আজম সুমন চৌধুরী কতৃক, উন্নয়ন সহায়তা তহবিল হইতে চরপলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 
 
মঙ্গলবার সকালে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মোহাম্মদ টিপু সুলতান সহকারী উপজেলা শিক্ষা অফিসার ,প্রধান শিক্ষক হুমায়ূন কবির পাটোওয়ারী , ১০ নং ইউপি সচিব মোঃ রাসেল, সাবেক পরিচালনা কমিটির সভাপতি মুনতাসীর মামুন, ইউপি সদস্য মোফাজ্জল মিরন, ইউপি সদস্যা ফাতেমা বেগম এবং অভিভাবকবৃন্দ ।
 
প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত আসা যাওয়া করার উৎসাহ যোগানের লক্ষ্যে ৮৪জনকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।